বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল CGPA পদ্ধতি স্থগিত
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিগত ১০.০১.২০২৩ইং তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) এর জরুরী সভায় স্বাস্থ্য অধিদপ্তর (চিশি) এর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় এবং বিএসএমএমইউ এর মাননীয় উপচার্যসহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন মহোদয় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১। ২০২১ সালের এমবিবিএস কারিকুলামে বর্ণিত প্রথম পেশাগত পরীক্ষায় Carry On System বহাল থাকিবে।
২। এমবিবিএস কারিকুলাম ২০২১ এ প্রবর্তিত CGPA নম্বর পদ্ধতি স্থগিত করা হয়েছে এবং পূর্বের মত নম্বর পদ্ধতি চলমান থাকিবে।
মূল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন