মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন ৫৭.৬৯ শতাংশ এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন ৪২.৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫.৩৪ শতাংশ।

https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে MBBS পরীক্ষার ফলাফল। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

দেশে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ আছে ১০৮টি। এতে আসন আছে ১১ হাজার ১২২টি। 

Latest Info
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রফেশনাল অনার্স ২০২২-২৩ সেশনে CSE, ECE, BBA তে ভর্তি হতে যোগাযোগ করুন- ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (IST), বাড়ি-৫৪, রোড-১৫/এ (পুরাতন-২৬), ধানমন্ডি, ঢাকা। 01726937910, ist.edu.bd. স্কলারশিপ এর পূর্ন সুযোগ          UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- EEE, CSE, Civil Engineering, Economics (Honours), English (Honours), BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd