মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন ৫৭.৬৯ শতাংশ এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন ৪২.৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫.৩৪ শতাংশ।
https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে MBBS পরীক্ষার ফলাফল। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।
দেশে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ আছে ১০৮টি। এতে আসন আছে ১১ হাজার ১২২টি।