জাবির ৬টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

জাবির ৬টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের বি ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) এবং ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং বুধবার প্রকাশিত হয় ‌‌‌'এ' ইউনিটের ফলাফল।

মঙ্গলবার (২০ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ‘juniv-admission.org’- তে এই ফলাফল প্রকাশ করা হয়। 

বি ইউনিটে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ১৯৩টি আসনের বিপরীতে মোট আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সি ইউনিটেও ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এছাড়াও ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে প্রত্নতত্ত্ব, ইংরেজি, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তাছাড়াও বিজনেস স্টাডিজ অনুষদের ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে বাণিজ্য ও অবাণিজ্য শিক্ষার্থীদের মোট আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

সমাজবিজ্ঞান ও আইন অনুষদে শিক্ষার্থীদের পাশের হার ৩০.৭৭ শতাংশ। মোট ৩৮৬ আসনের বিপরীতে দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

 

ফলাফল জানতেঃ এখানে ক্লিক করুন

Latest Info
বাজেটের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স পড়ার সুযোগ। ২০টির অধিক বিষয়, ৪ বছরে মোট খরচ ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। আবেদন লিংকঃ HonoursAdmission.com/apply