GST গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২/০৭/২০২৩ তারিখ হতে ২৫/০৭/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে GST Admission 2023 1st merit list

GST গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২/০৭/২০২৩ তারিখ হতে ২৫/০৭/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে GST Admission 2023 1st merit list

প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২/০৭/২০২৩ তারিখ হতে ২৫/০৭/২০২৩ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

  • প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ২২/০৭/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৫/০৭/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
  • মূল কাগজপত্র জমাঃ ২৩/০৭/২০২৩ তারিখ  থেকে ২৬/০৭/২০২৩ তারিখ প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

 

ভর্তি প্রক্রিয়া দেখতেঃ এখানে ক্লিক করুন

Latest Info
UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- BSc in EEE, CSE, Civil Engineering, Economics, BA in English, BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd