ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।
আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ২৮-০৩-২০২৪ইং তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এ ফল প্রকাশ করেন।
এ ইউনিটে [বিজ্ঞান] ৮.৮৯ শতাংশ, বি ইউনিটে ১০.০১ শতাংশ, সি ইউনিটে (ব্যবসায়) ১৩.৩ শতাংশ এবং চ ইউনিটে (চারুকলা) ১১.৭৫ শতাংশ পাসের হার ছিল।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -- admission.eis.du.ac.bd -- অথবা এসএমএস এর মাধ্যমে দেখা যাবে।
ফলাফলের এসএমএস বিজ্ঞপ্তির জন্য, বি ইউনিটের প্রার্থীদের "DU ALS(রোল নম্বর)" লিখে 16321 নম্বরে পাঠাতে হবে।
এ ইউনিটের প্রার্থীদের "DU SCI(রোল নম্বর)" টাইপ করতে হবে, সি ইউনিটের প্রার্থীদের "DU BUS(রোল নম্বর)" এবং চ ইউনিটের প্রার্থীদের "DU FRT(রোল নম্বর)" টাইপ করতে হবে।
যোগ্য শিক্ষার্থীদের অবশ্যই ৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে বিষয় পছন্দের ফর্মগুলি পূরণ করতে হবে।