২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি

২০১৯ সন থেকে ২০২২ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যারয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীরা ০৪-১১-২০২৪ তারিখ দুপুর ১২.০০টা থেকে ২৫-১১-২০২৪ তারিখ রাত ১১.৫৯ মি: পর্যন্ত Dhaka University Admission Website (https://admission.eis.du.ac.bd)  এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবে। আবেদন ফি ১০৫০/- (এক হাজার পঞ্চাশ) টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বার্ণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।

বিস্তারিত জানতে লিংকে ক্লীক করুন:

https://admission.eis.du.ac.bd/en/hask5de047fde9454fldkjdae3cfaget464

Latest Info
বাজেটের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স পড়ার সুযোগ। ২০টির অধিক বিষয়, ৪ বছরে মোট খরচ ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। আবেদন লিংকঃ HonoursAdmission.com/apply