MBBS ভর্তির অনলাইন আবেদন ২০২৪-২৫

MBBS ভর্তির অনলাইন আবেদন ২০২৪-২৫

০১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২. 
(ক)  ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
(খ) প্রার্থীকে এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
০৩. এসএসসি/'ও' লেভেল/সমমান এবং এইচএসসি/'এ' লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
০৪. উপজাতীয় ও পার্বত্য  জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এএসসি/'ও' লেভেল/সমমান এবং এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
০৫. সকলের জন্যে এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
০৬.লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট ১০০ (একশত)। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫; পদার্থবিজ্ঞান ২০; ইংরেজী ১৫; সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ০১ (এক নম্বর প্রদান করা হবে। কোন প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।
০৭. এসএসসি/'ও' লেভেল/সমমান ও এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে।
(ক)  এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন = ৫০ নম্বর (সর্বোচ্চ)
(খ)  এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন = ৫০ নম্বর (সর্বোচ্চ)

MBBS ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য  অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

# অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ১০-১২-২০২৪ইং মঙ্গলবার সকাল ১০.০০টা
# অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ২৭-১২-২০২৪ইং শুক্রবার রাত ১১.৫৯ মিনিট।

বিস্তারিত জানতেঃ এখানে ক্লিক করুন

Latest Info
বাজেটের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স পড়ার সুযোগ। ২০টির অধিক বিষয়, ৪ বছরে মোট খরচ ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। আবেদন লিংকঃ HonoursAdmission.com/apply