সংগৃহিত

সংগৃহিত

গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়েছে।

GST ভর্তি পরীক্ষার চুড়ান্ত আবেদনঃ ০১/০৯/২০২১ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৭/০৯/২০২১ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত

চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারীকে আবেদন সম্পন্ন করার জন্য নিম্নে প্রদত্ত তথ্যাবলী বিশেষভাবে প্রয়োজনঃ

১। নির্ধারিত ফরমেটে আবেদনকারীর ছবি

  • ছবিটি বর্গাকার হতে হবে।
  • ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে।
  • ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না।

২। আবেদন ফি ১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা এবং উক্ত ফি-এর উপর সর্বোচ্চ ৩.৫% সার্ভিস চার্জ (৪২.০০ টাকা) SSLCOMMERZ-এর মাধ্যমে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

৩। পছন্দের ক্রমানুসারে কমপক্ষে ৫ টি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে।

৪। আবেদনকারী বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

বিস্তারিত জানতেঃ এখানে ক্লিক করুন 

Latest Info
Honours Admission Going on: B.Sc. (Hons) in Civil Engineering, B.Sc. (Hons) in Computer Science & Engineering (CSE), B.Sc. (Hons) in Electrical and Electronics Engineering (EEE), B.Sc. (Hons) in Textile Engineering, BA (Hons) in Bangla, BA (Hons) in English, Bachelor of Arts in Islamic Studies, Bachelor of Business Administration (BBA Hons), Bachelor of Environmental Science (BES), Bachelor of Pharmacy, BSS (Hons) in Economics, Computer Science & Information Technology (CSIT), Government & Politics, Hons. in Journalism and Media Studies, Islamic History & Civilization, LLB (Hons), Political Science, Social Work, Sociology & Anthropology, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন, সংগীত