সাত কলেজ

সাত কলেজ

সরকারী সাধারণ শিক্ষা (সাত) কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা লগইন করে ফলাফল দেখতে পারবে। আগামী ০৫ ডিসেম্বর ২০২১ হতে ২০ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে তাদের বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারবে।  গত ৬ নভেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। কলেজভিত্তিক আসন সংখ্যা- ঢাকা কলেজে ১০৯০টি, ইডেন মহিলা কলেজে সংখ্যা ১২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি, সরকারি বাঙলা কলেজে ৭১৫টি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট লিংক

Notice Board
প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
Call&Whatsapp: 01715 789 791
Latest Info
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রফেশনাল অনার্স ২০২২-২৩ সেশনে CSE, ECE, BBA তে ভর্তি হতে যোগাযোগ করুন- ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (IST), বাড়ি-৫৪, রোড-১৫/এ (পুরাতন-২৬), ধানমন্ডি, ঢাকা। 01726937910, ist.edu.bd. স্কলারশিপ এর পূর্ন সুযোগ          UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- EEE, CSE, Civil Engineering, Economics (Honours), English (Honours), BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd