ঢাকা ইউনিভার্সিটি চ ইউনিট

ঢাকা ইউনিভার্সিটি চ ইউনিট

ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৩৫টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৬৫ জন শিক্ষার্থী, তাঁদের মধ্যে মাত্র ২৫৮ জন পাস করেছেন।

গত ০৯ অক্টোবর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর এর ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ অক্টোবর সাধারণ জ্ঞান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত ১৫৪০ জন শিক্ষার্থীর অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা নেওয়া হয়। সাধারণ জ্ঞান ও অঙ্কন—দুই অংশে পাস নম্বর ছিল ৪০ শতাংশ। উত্তরপত্র মূল্যায়ন শেষে আজ ‘চ’ ইউনিটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবে। এছাড়া টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল থেকে ‘DU CHA Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে

Latest Info
UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- BSc in EEE, CSE, Civil Engineering, Economics, BA in English, BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd