প্রকৌশল গুচ্ছের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

প্রকৌশল গুচ্ছের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি

গত ৩১-০৫-২০২২ তারিখে গুচ্ছ প্রকৌশল চুয়েট, কুয়েট ও রয়েট এর স্নাতক ১ম বর্ষ / লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) এর ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর আসন ও সংরক্ষিত আসন সংখ্যাসহ প্রার্থীর আবেদনের যোগ্যতাগুলো উল্লেখ করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়সমূহের নাম ও আসন সংখ্যা হলঃ 

ক্রমিক নং বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা সংরক্ষিত আসন সংখ্যা মোট আসন সংখ্যা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯২০ ১১ ৯৩১
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১০৬০ ০৫ ১০৬৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১২৩০ ০৫ ১২৩৫
সর্বমোট ৩২১০ ২১ ৩২৩১

 

এছাড়াও আবেদন ও ভর্তি পরীক্ষার ফলাফল সম্পর্কিত তথ্যগুলো হলো

১।  আবেদন শুরু হবেঃ ০৬ জুন ২০২২, রোজ  সোমবার সকাল ১০.০০টায়

২।  আবেদন শেষ হবেঃ ১৯ জুন ২০২২, রোজ রবিবার বিকাল ৫.০০টায়

৩।  আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ২০ জুন ২০২২, রোজ সোমবার বিকাল ৫ টায়।

৫।  ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশঃ ০৪ জুলাই, রোজ সোমবার

৬।  ভর্তি পরীক্ষার তারিখঃ ০৬ আগষ্ট, রোজ শনিবার

৭।  ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণাঃ ২৩ আগষ্ট, রোজ মঙ্গলবার।
 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা দেখতেঃ এখানে ক্লিক করুন

Notice Board
প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির
বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
Call&Whatsapp: 01715 789 791
Latest Info
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রফেশনাল অনার্স ২০২২-২৩ সেশনে CSE, ECE, BBA তে ভর্তি হতে যোগাযোগ করুন- ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (IST), বাড়ি-৫৪, রোড-১৫/এ (পুরাতন-২৬), ধানমন্ডি, ঢাকা। 01726937910, ist.edu.bd. স্কলারশিপ এর পূর্ন সুযোগ          UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- EEE, CSE, Civil Engineering, Economics (Honours), English (Honours), BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd