বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে ৪ (চার) বছর মেয়াদী বি.এসসি ইন টেক্সটাইল ইঞিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল-১ এ ভর্তিচ্ছু প্রার্থীরা নির্ধারিত পদ্ধতিতে আবেদন  করতে পারবে। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা, আবেদনের তারিখ, প্রবেশপত্র ডাউনলোড, ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশের তালিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আবেদন শুরু : ২২ জুন ২০২২ সকাল ১০টা

আবেদনের শেষ সময় : ০২ জুলাই ২০২২ রাত ১১.৫৯টা

 

আবেদনের নূন্যতম যোগ্যতা :

- এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে মোট ২০.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

 

আরো পড়ুনঃ BUTEX অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

 

 

আবেদনের ফি : ১০০০/-

প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা : ০৫ জুলাই ২০২২ হতে ১৫ জুলাই ২০২২

ভর্তি পরীক্ষা : ১২ আগস্ট ২০২২ সকাল ৯.৩০টা (লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।)

ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ :  ৩১ আগস্ট ২০২২ 

 

মূল বিজ্ঞপ্তি  দেখতে : এখানে ক্লিক করুন

Latest Info
UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- BSc in EEE, CSE, Civil Engineering, Economics, BA in English, BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd