কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২

কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রী প্রদানকারী ৮ (আট) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু আবেদনকারীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যাঃ

ক্রমিক নং বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ  ১১১৬
২.  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ৩৬০
৩.  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ৭০৪
৪.  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪৪৩
৫.  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ২৪৫
৬.  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ৪৩১
৭.  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ১৫০
৮.  হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ ৯০
সর্বমোট ৩৫৩৯

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
(ক)  ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।
(খ)  আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে।
(গ)  জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে  A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।


আবেদনের সময়সীমা ও ফিঃ 
(ক)  আবেদনগ্রহণের সময়সীমা ১৭-০৭-২০২২ তারিখ থেকে ১৬-০৮-২০২২ তারিখ পর্যন্ত
(খ)  আবেদন ফিঃ ১২০০/- (এক হাজার দুইশত) মাত্র (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) 

 

সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতেঃ এখানে ক্লিক করুন

Latest Info
Honours Admission Going on: B.Sc. (Hons) in Civil Engineering, B.Sc. (Hons) in Computer Science & Engineering (CSE), B.Sc. (Hons) in Electrical and Electronics Engineering (EEE), B.Sc. (Hons) in Textile Engineering, BA (Hons) in Bangla, BA (Hons) in English, Bachelor of Arts in Islamic Studies, Bachelor of Business Administration (BBA Hons), Bachelor of Environmental Science (BES), Bachelor of Pharmacy, BSS (Hons) in Economics, Computer Science & Information Technology (CSIT), Government & Politics, Hons. in Journalism and Media Studies, Islamic History & Civilization, LLB (Hons), Political Science, Social Work, Sociology & Anthropology, নাট্যকলা, নৃত্যকলা, ফ্যাশন ডিজাইন, সংগীত