সংগৃহিত

সংগৃহিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ বিভিন্ন অনুষদের অধিভূক্ত বিভাগ সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হইবে। এই নিমিত্তে উপযুক্ত প্রার্থীকে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত "নগদ" অথবা DBBL কর্তৃক পরিচালিত "রকেট" এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৯৮০/- (নয়শত আশি) টাকা প্রদান করিতে হইবে।

অনলাইন নির্দেশনা এবং বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক পরিচালিত "নগদ" অথবা DBBL কর্তৃক পরিচালিত "রকেট" এ ভর্তি ফি প্রদানের মাধ্যমে প্রার্থীগণ ০২/০৫/২০২১খ্রি: রবিবার সকাল ১০.০০ ঘটিকা হইতে ২০/০৬/২০২১ খ্রি: রবিবার বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত আবেদন করিতে পারিবে।

 

ভর্তি পরীক্ষা CE, CFE, EEE and MME: ১১ জুলাই, ২০২১

ভর্তি পরীক্ষা ME, TE, Arch, CSE and IPE: ১২ জুলাই, ২০২১

 

ভর্তি বিষয়ক তথ্যাবলী http://admission.duetbd.org এ পাওয়া যাইবে।

Latest Info
UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- BSc in EEE, CSE, Civil Engineering, Economics, BA in English, BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd