ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট

ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ ০৩ নভেম্বর ২০২১ বুধবার প্রকাশিত হয়েছে। 

ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪হাজার ৫শ’ ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০হাজার ১শ’ ৬৫ জন  শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১০.৭৬%। ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৮শ’ ১৫টি। 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ০৯ নভেম্বর ২০২১ বিকাল ৩টা থেকে ২১ নভেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ০৪ নভেম্বর ২০২১ থেকে ১২ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ০৪ নভেম্বর ২০২১ থেকে ১০ নভেম্বর ২০২১তারিখের মধ্যে জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU KA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send  করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ০১ অক্টোবর ২০২১ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Latest Info
UGC & Govt. অনুমোদিত Presidency University (PU) ঢাকায় ব্যাচেলর প্রোগ্রাম- BSc in EEE, CSE, Civil Engineering, Economics, BA in English, BBA এবং মাস্টার্স প্রোগ্রাম- MBA, EMBA, MA in ELT, MSS in Economics-এ ৫০%- ১০০% স্কলারশীপে ভর্তি চলছে। তাছাড়াও সকল প্রোগ্রামের ভর্তি ফি-তে ৫০% ছাড় সুবিধা প্রযোজ্য। বিস্তারিত: 01766554433, www.presidency.edu.bd